2025-02-06
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

২৪ শে ফেব্রুয়ারী অনুষ্ঠিত হচ্ছে বিরোধী CPIM এর জনসমাবেশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সিপিআই-এম দল আগামী 24শে ফেব্রুয়ারি আগরতলা আস্তাবল ময়দানে একটি বিশাল সমাবেশের আয়োজন করেছে৷ শনিবার পার্টির রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী মিডিয়াকে সম্বোধন করে বলেন, “যদিও মানুষ প্রচণ্ড দারিদ্রের মধ্য দিয়ে যাচ্ছে, গাড়ি ভাড়ার ব্যবস্থা করতে আর্থিক সমস্যা এবং রাজনৈতিক আক্রমণের মতো সমস্যা রয়েছে৷ তবুও আমরা ঐদিন একটি গণসমাবেশের প্রত্যাশা করছি। আমরা আমাদের দলের শক্তি দেখাতে চাই না, তবে গণতন্ত্র প্রতিফলিত হবে কারণ মাঠপর্যায় থেকে নেতারা সবাই সমাবেশে যোগ দেবেন।তাছাড়া এদিন একটি রাষ্ট্রীয় সম্মেলনের আয়োজন করা হবে 25 ও 26 ফেব্রুয়ারি। “ত্রিপুরায় ফ্যাসিবাদী সরকারের এমন নৈরাজ্য এবং অস্তিত্বের মধ্যে, কমিউনিস্ট পার্টি কীভাবে তার দায়িত্ব পালন করছে এবং জনসাধারণের সাথে সংযুক্ত রয়েছে, তা প্রতিফলিত হবে”, বলেন চৌধুরী। এদিন জিতেন্দ্র চৌধুরী আরও বলেন, জাতীয় সিপিআই-এম নেতা সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত, বিরোধী নেতা মানিক সরকার এদিনের সমাবেশে উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service