2024-11-18
agartala,tripura
রাজ্য

ভট্টপুকুর কালীটিলা এলাকা পরিদর্শনে পুর নিগমের মেয়র দীপক মজুমদার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার পৌরনিগমের মেয়র দীপক মজুমদার পৌরনিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব ও ৩৬,৩৭,৩৮,নং ওয়ার্ডের কাউন্সিলরা পরিদর্শন করেন ভট্ট পুকুর এর আইরমারা এলাকা। বিগত অনেক বছর ধরে আইরমারা এলাকায় একটি জলাশয় আছে সেই জলাশয়ে প্রতিনিয়ত জল জমে থাকে আর তাতে করে ঐ সমস্ত এলাকার বসবাসকারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাই জনগণকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যে এবং জলাশয় থেকে জল যাতে ড্রেন এ চলে যেতে পারে তার জন্য পৌরনিগম এর পক্ষ থেকে কাজ করা হবে তার পাশাপাশি ওই এলাকায় কিছুসংখ্যক জনগণ সরকারি জায়গা দখল করে বসে আছে সে সমস্ত দখলকারীদের কে নোটিশ দেওয়া হবে বলে জানান পৌরনিগমের মেয়র দীপক মজুমদার। পৌরনিগমের নির্বাচনের আগে নগরবাসীকে আশ্বাস দিয়েছিলেন নির্বাচনে জয়ী হলে পরে এবং স্বচ্ছ পৌরনিগম গঠন করলে জনগণের সমস্যা দূরীকরণে পৌরনিগম কাজ করবে আর জনগণকে দেওয়া সে প্রতিশ্রুতি বদ্ধ পরিকর করতে মাঠে ময়দানে কাজ করার চিন্তা ভাবনা নিয়ে মেয়র এগিয়ে যাচ্ছেন এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পৌরনিগমের মেয়র দীপক মজুমদার বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পৌর নিগন সঠিকভাবে বাস্তবায়ন করলে করে নগরবাসী বিশেষভাবে উপকৃত হবে বলে মনে করছেন ভট্ট পুকুর আইরমারা এলাকাবাসী।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service