2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সংস্কৃতি সম্বন্বয়ের হাতে হারমুনিয়াম তুলে দিলো প্রখ্যাত সাংস্কৃতিক ব্যাক্তি মিহির দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ রাজ্যের প্রখ্যাত সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শ্রী মিহির দেব এবং ওনার ভাই শিশির দেব এই বাড়িতে ব্যবহৃত হারমুনি সংস্কৃতি সম্বন্বয়ের হাতে তুলে দেন। জানা যায় শ্রী মিহির দেব এবং শিশির দেবের ভাই সুবীর দেব কিছুদিন অাগে অকাল প্রয়ান ঘটেছে, তিনি ছিলেন সংস্কৃতি সম্বন্বয়ের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং এই হারমুনিটি ছিল ওনার ব্যবহৃত বাদ্যযন্ত্র। এদিন সংস্কৃতির সমন্বয় এর সাধারণ সম্পাদক বিভু ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানান ওনার দান করা এই হারমুনিয়ামটিকে সংস্কৃতি সম্বন্বয় তাদের নানা ধরনের উপস্থাপনের মধ্য দিয়ে যথার্থ মর্যাদা দেওয়ার চেষ্টা চালাবেন বলে জানান তিনি। তাছাড়া এদিন এনারা স্বর্গীয় সুবীর দেবের অকাল প্রয়ানের গভীর শোক প্রকাশ করেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service