জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিএসএফ 1965 সাল থেকে দেশকে রক্ষা করার জন্য কাজ করছে। বিএসএফ দেশের অখণ্ডতা ও নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ত্রিপুরা ফ্রন্টিয়ার ইতিমধ্যেই রাজ্যে অনেক কাজ করেছে, তাই তারা পুরস্কার পেয়েছে৷ কোভিড পরিস্থিতিতে বিএসএফ তার ভূমিকা পালন করেছে৷ সীমান্ত এলাকায় সেবা দেওয়ার পাশাপাশি বাংলাদেশকেও সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার শালবাগানে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি সুশান্ত কুমার নাথ এ কথা বলেন। 2021 সালে, NLFT BM গ্রুপের ছয়জন সদস্য বিএসএফের কাছে আত্মসমর্পণ করেছিল। এখন পর্যন্ত ৩১ জন জঙ্গি বিএসএফের কাছে আত্মসমর্পণ করেছে। 2021 সালে, বিএসএফ গাঁজা, ইয়াবা ট্যাবলেট, এসকফ, ফেনসিডিল এবং 35.64 কোটি টাকার বেশি জব্দ করেছিল। একই সঙ্গে গরু পাচার বন্ধে সফল হয়েছে। বিএসএফ 24 কোটি টাকার গাঁজার বাগান ধ্বংস করেছে। 2021 সালে, বিএসএফ অবৈধভাবে সীমান্তে প্রবেশের জন্য 221 জনকে গ্রেপ্তার করেছিল। বিএসএফ আইজি সুশান্ত কুমার নাথ বলেছেন, সিভিল অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে 1 কোটি টাকারও বেশি মূল্যের সামগ্রী বিতরণ করা হয়েছে।
রাজ্য
দেশের অখণ্ডতা ও নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ BSF
- by janatar kalam
- 2022-01-25
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this