2025-02-27
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

দক্ষিন জেলার কোভিড স্পেশাল ড্রাইভ পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- করোনা ভ্যাকসিনেশনের জন্য ১৯, ২০, ২১ তিনদিনের স্পেশাল ড্রাইভ দেওয়া হয়েছে। রাজ্যে ৮টি জেলা রয়েছে, আজ ৮টি জেলায় ৮ জন মন্ত্রীকে পাঠানো হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে আজ দক্ষিন জেলায় কোভিড স্পেশাল ড্রাইভ পরিদর্শনে যান রাজ্যের তথ্য সংস্কৃতি ও যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী । এদিন তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আমাদের যে লক্ষ দেশ ও রাজ্যকে করোনা মুক্ত করা তারই অঙ্গ হিসাবে কোভিড ভ্যাকসিনেশনের স্পেশাল ড্রাইভে ২ লাখ ১৩ হাজার ১৫- ১৮ বছরের ছেলেমেয়েদের করোনা ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে সরকার বলে জানান এবং এই লক্ষে এখন অবধি মূল লক্ষের ৪২% পূরনে সক্ষম হয়েছে বলে মত প্রকাশ করার পাশাপাশি আজ ও কালকের তারিখ মিলে ২ লাখ ১৩ হাজারের লক্ষ পূরনে সফল হবে বলে অভিমত ব্যক্ত করেন। এদিনের পরিদর্শনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিলোনীয়ার বিধায়ক, এসডিএমও সহ অন্যান্যরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service