2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

মডার্ন ক্লাবের উদ্যোগে মেয়র, ডেপুটি মেয়রকে সংবর্ধনা প্রদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আগরতলা ভট্টপুকুর মডার্ন ক্লাবে মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর শম্পা সরকার চৌধুরী, এবং কাউন্সিলর অভিজিৎ মল্লিক কে সংবর্ধনা দেওয়া হয়। এদিন মডার্ন ক্লাবের সভাপতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এই ক্লাব সম্পূর্ণভাবে কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নই কিন্তু বিগত দিনে যেমনভাবে সরকারের ডাকে সাড়া দিয়ে নিজেদের সামাজিক দায়িত্ব পালন করেছেন একইভাবে এই সরকারের ডাকেও আমরা নিজেদের সামাজিক দায়িত্ব পালনে সচল থাকবেন বলে জানান। তাছাড়া এই ক্লাবে অনেক রাজনৈতিক ব্যাক্তিত্বরা এসেছেন কিন্তু তারা কোনদিন ক্লাবকে রাজনৈতিক দলের রঙে রাঙানোর চেষ্টা করেনি এবং আাগামীদিনেও করবেন না বলে আশা ব্যাক্ত করেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service