2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

১০ দফা দাবিতে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির বিক্ষোভ কর্মসূচি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সম্প্রীতি রাজ্য সরকারের শিক্ষা সংক্রান্ত গৃহীত দুটি প্রকল্প রাজ্যবাসীকে শংকীত করে তুলেছে। বিদ্যাজ্যোতি প্রকল্পের নাম করে রাজ্যের ৪২৮২ টি স্কুলকে অবহেলা করে মাত্র ১০০টি স্কুলকে গুণগতমান উন্নত করার নামে সিবিএস ই এর হাতে তুলে দেওয়া হয়েছে। যে সমস্ত বিদ্যালয় পূর্বে বিনা খরচে গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে পারতো এখন তাদের জন্য সে সমস্ত বিদ্যালয়ের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়তঃ পলিসি টু রেগুলেট এন্ড এনকারেজ প্রাইভেট পার্টিসিপেশন ইন দা স্কুল এডুকেশন সেক্টর ইন এিপুরা নামে অপর একটি প্রকল্পের মাধ্যমে সরকারি বিদ্যালয়ের পরিকাঠামো এবং সম্পত্তি বেসরকারি কিছু এন জি ও এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই দুটি প্রকল্পে রাজ্যের সকল স্তরের দরিদ্র পিছিয়ে পড়া মানুষের স্বার্থ বিরোধী এবং পক্ষান্তরে শিক্ষার উন্নয়নে রাজ্য সরকারের দায়িত্ব কে অস্বীকার করা। এমত অবস্থায় অল ইন্ডিয়া সেইভ এডুকেশন কমিটি ত্রিপুরা ইউনিট এর পক্ষ থেকে শিক্ষা ক্ষেত্রে এই প্রকল্প গুলি বন্ধ করে সম্পূর্ণ সরকারি উদ্যোগে শিক্ষার উন্নয়নের জন্য ১০ দফা দাবি উত্থাপন করে রাজ্যের শিক্ষা ভবনের সামনে এক বিক্ষোভ প্রদর্শন করেন শুক্রবার। এদিন সংবাদমাধ্যমের সামনে বলতে গিয়ে অল ইন্ডিয়া সেইভ এডুকেশন রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অসিত দাস জানান ১০ দফা দাবি অতিসত্বর রাজ্যের শিক্ষা দপ্তর পূরণ করতে হবে। পরিশেষে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয় এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া সেইভ এডুকেশন ত্রিপুরা রাজ্য কমিটির মলিন দেববর্মা, ননীগোপাল দেবনাঘ, হরকিশোর ভৌমিক সহ অন্যান্যরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service