2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

দেশের ভবিষ্যৎ ঠিক করে ক্লাসরুম- রতন লাল নাথ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার হেরিটেজ পার্কে কেন্দ্রের সঙ্গে রাজ্যেও শুরু হল 100 দিনের রিডিং প্রোগ্রাম। এদিনের প্রোগ্রাম উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। এদিন শিক্ষামন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন যখন আপনি তরুণ মন দ্বারা পরিবেষ্টিত হন তখন সকালটি অত্যন্ত আনন্দের হয়। এই উদ্যমী আত্মারাই ভবিষ্যৎ গড়তে চলেছে এবং সে জন্য আমাদের সরকার তাদের মানসম্মত শিক্ষা দেওয়ার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাছাড়া এদিন তিনি আরও বলেন প্রকৃত ও গুণগত শিক্ষা শিক্ষিত করতে হবে ছাত্র-ছাত্রীদেরকে দেশের ভবিষ্যৎ নিশ্চিত করে ক্লাসরুম এবং রাজ্য সরকারের যে মূলমন্ত্র এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তা আদৌ কি হবে তা আমাদের উপর নয় নির্ভর করছে বর্তমানের ছাত্র-ছাত্রীদের উপর তাই সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার শিক্ষা এবং স্বাস্থ্যের উপর জোর দিচ্ছেন বলে অভিমত ব্যক্ত করেন। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service