2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

৬ দফা দাবীতে আমরা বাঙালীর সাংবাদিক সম্মেলন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার আমরা বাঙালী সদর কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে আমরা বাঙালী নেতৃত্ব সংবাদমাধ্যমকে জানান বছরে পঞ্চাশ হাজার চাকুরি , মিসকলে চাকুরি , সমস্ত শূন্যপদ পুরণ , দুর্নীতিমুক্ত প্রশাসন ইত্যাদির মতো লোভনীয় অনেক প্রতিশ্রুতি দিয়ে ২০১৮ সালে দুর্নীতিবাদবাজ তথা দলবাজ বামফ্রন্টকে হটিয়ে প্রথমবারের মতো বিজেপি ত্রিপুরার ক্ষমতার মসনদে বসে । বিজেপির চার বছরের রাজত্বে বিভিন্ন ডিপার্টমেন্টে আউট সোর্সিং এর মাধ্যমে কিছু নিয়োগ আর শিক্ষা বিভাগে টেট উত্তীর্ণ বেকারদের স্বল্প সংখ্যক নিযুক্তি বাদে কার্যক্ষেত্রে এরাজ্যে বেকারদের সরকারী চাকুরি হয়নি বললেই চলে । চাকুরির প্রশ্নে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় প্রায় সময়ই বেকারদের উদ্দেশ্যে বলে থাকেন , তারা চাকুরির প্রত্যাশা না করে যেন চা – স্টল , পানের বা মুদির দোকান খুলে বসেন । কিংবা হাঁস , মোরগ , ছাগল বা গাভী প্রতিপালন করে জীবিকা নির্বাহের চেষ্টা করেন। কারণ রাজ্যের বর্তমান সরকারের পক্ষে নাকি সরকারী চাকুরি প্রদান সম্ভব নয় । অথচ , শোনা যাচ্ছে কেন্দ্র থেকে নাকি কাড়ি কাড়ি টাকা আসছে । মোটকথা , ২০১৮ সালের নির্বাচনী প্রতিশ্রুতি থেকে বর্তমান ক্ষমতাসীন বিজেপি দল ১৮০ ডিগ্রী উল্টে গেছে । অন্যদিকে শিক্ষা বিভাগ থেকে শুরু করে রাজ্যের সবকটি ডিপার্টমেন্টে সেই বাম আমল থেকে এখন অবধি হাজার হাজার পদ শূন্য পড়ে আছে । এরূপ পরিস্থিতিতে ২০১৯ সালেই দুটি টি.এস.আর বাহিনীতে নতুন করে বেকার নিয়োগ করা হবে বলে সরকার বিজ্ঞপ্তি জারী করেছিল । অনেক তালবাহানার পর গত কিছুদিন আগে সরকার কর্তৃক ১৪৪৩ জন টি.এস.আর প্রার্থীর নাম প্রকাশ হওয়ার পর দেখা যায় প্রকৃত যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অর্থের বিনিময়ে কিংবা দলের প্রভাবশালী কোন ব্যষ্টির নির্দেশে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে । এই অভিযোগ সমস্ত বঞ্চিতদের এনিয়ে এখন গোটা রাজ্যে বেকারদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে । আমরা বাঙানী ত্রিপুরা রাজ্য কমিটি চাকুরি নিয়ে এই দুর্নীতির তীব্র প্রতিবাদসহ প্রকৃত যোগ্য বেকারগণ যাতে টি.এস.আর বাহিনীতে নিযুক্তি পায় তার দাবী জানাচ্ছে । তাছাড়া এদিন রাজ্যের বেকার সমস্যা সমাধানে তাদের দাবী সমূহ তুলে ধরেন — ১। যেহেতু রাজ্যে বিধানসভা নির্বাচন আর মাত্র এক বছর বাকী , তাই চলতি বছরের মধ্যেই বিভিন্ন ডিপার্টমেন্টের সমস্ত শূন্যপদগুলি পুরণের জন্যে স্পেশাল ড্রাইভের ব্যবস্থা করতে হবে । ২। অনতিবিলম্বে বিভিন্ন ডিপার্টমেন্টের সমস্ত শূন্যপদগুলির সংখ্যা প্রকাশ করতে হবে । ৩। অবিলম্বে অগ্রাধিকারের ভিত্তিতে , শিক্ষা , স্বাস্থ্য , কৃষি , বন দপ্তর , পুলিশ প্রশাসনের মতো সব দপ্তরগুলিতে বিজ্ঞপ্তি জারী করে নিয়োগের ব্যবস্থা করতে হবে ।.. ৪. স্থানীয় যোগ্যদের বঞ্চিত করে বহিরাজ্যের কোন বেকার নিয়োগ করা চলবে না । ৫। রাজ্যে ১০০ শতাংশ বেকারদের কর্মসংস্থানের জন্যে স্থানীয় কাঁচামালকে কেন্দ্র করে ব্লকভিত্তিক শিল্প কারখানা স্থাপন করতে হবে ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service