জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ রাজধানীর মুক্তধারা অডিটোরিয়াম হলঘরে “রাজ্যভিত্তিক যুব উৎসব-২০২১” এর আনুষ্ঠানিক শুভ সূচনা হয়। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী অনুষ্ঠানের সূচনা করেন।রাজ্যস্তরের এই যুব উৎসবের প্রতিযোগিতায় ১৫ থেকে ২৯ বছর বয়সের ছেলে-মেয়েরা অংশ গ্রহণ করে। যুব উৎসব প্রতিযোগিতায় বাংলা এবং ককবরক ভাষায় সমবেত লোক সঙ্গীত, সমবেত লোক নৃত্য, তবলা বাদন, হারমোনিয়াম বাদন, ইংরেজী ও হিন্দি ভাষায় তাৎক্ষণিক বক্তৃতা, একাঙ্ক নাটক, মনিপুরী নৃত্য, ভারতনাট্যম, কথক নৃত্য ও হিন্দুস্থানী উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করা হবে। এছাড়াও দু’টি করে সমবেত জনজাতি লোকনৃত্য পরিবেশিত হবে। এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে যুব উৎসবের সার্বিক সফলতা কামনা করেন এবং এই যুব উৎসবকে সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের জিলা-সভাপতি শ্রীমতি অন্তরা দেব (সরকার), যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী এবং অধিকর্তা সুবিকাশ দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা॥
রাজ্য
আনুষ্ঠানিক সূচনা হল রাজ্যভিত্তিক যুব উৎসবের
- by janatar kalam
- 2021-12-29
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this