2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

তপশিলি জাতি ছাত্রছাত্রীদের পাশে থাকবে সরকার- ভগবান দাস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার এসসি কল্যাণ দপ্তর এর উদ্যোগে আজ রাজধানীর মাতঙ্গিনী প্রীতিলতা হলে ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্টের জন্য নির্বাচিত এসসি ছাত্রদের সাথে ইন্টার অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন এসসি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী ভগবান চন্দ্র দাস। এদিন মন্ত্রী ভগবান দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন তফসিলি ছাত্রছাত্রীদের আরো কি ভাবে সহায়তা করা যায় সেই ভাবনা চিন্তাই করছে সরকার। তার কারন সরকার চায় এই সম্প্রদায়ের একজন ছাত্র ছাত্রীও যেন পড়াশোনা থেকে ড্রপ আউট না হয়। আগরতলার মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে উল্লেখিত সম্প্রদায় ভুক্ত পড়ুয়াদের সঙ্গে এক মত বিনিময় সভায় মিলিত হয়ে একথা বললেন দপ্তরের মন্ত্রী ভগবান দাস।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service