2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

যথাযথ মর্যাদায় পালিত হল প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠান, আলোচনা সভার আয়োজন করে বিজেপি। ১৯২৪ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন অটল বিহারী বাজপেয়ী। পরাধীন ভারতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করায় জেল খেটেছেন। ১৯৫৭ সালে প্রথম নির্বাচিত হন লোকসভায়। তার পর পাঁচ দশক ধরে ব্যাপ্ত ছিল তাঁর সংসদীয় জীবন। ১৯৯৬ সালে মাত্র ১৩ দিন বসেছিলেন প্রধানমন্ত্রীর কুর্সিতে। তার পর ১৯৯৮ সালে ফের প্রধানমন্ত্রী। ১৯৯৯ সালে জোট রাজনীতির চক্করে সরকার পড়ে গেলে ফের ভোট হয়। আবার জিতে ২০০৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসাবে দেশ শাসন করেন। তাছাড়া তিনি একজন ভালো সাহিত্য সমালোচকও ছিলেন। আজ দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি জন্ম দিবস কে কেন্দ্র করে প্রদেশ বিজেপি কার্যালয়ে এক স্মরণ সভার আয়োজন করা হয়, এদিনের সভায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে ফুল ও মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। এদিন প্রদেশ বিজেপি সভাপতি ডাক্তার মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কর্মকাণ্ড এবং ভারতীয় জনতা পার্টিতে উনার অবদান তুলে ধরেন সংবাদমাধ্যমের সামনে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ দলের অন্যান্য নেতৃত্বরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service