জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গত ১৪-ই ডিসেম্বর তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নম্বর হলঘরে ৪০ তম আগরতলা বইমেলা ২০২২ এর প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছিল। সেদিনের সভায় দপ্তরের মন্ত্রী হিসেবে তিনি কথা দিয়েছিলাম জেলা ভিত্তিক বইমেলা আয়োজিত করার। সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়নের লক্ষ্যে আজকে মহাকরণের কনফারেন্স হলঘরে রাজ্যের ৮ টি জেলার জেলা শাসকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা ভিত্তিক বইমেলা আয়োজনের প্রাক প্রস্তুতি সভায় অংশ নেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠকে উপস্থিত থেকে তিনি জেলা ভিত্তিক বইমেলাকে কীভাবে সফল করা যায় সেই সম্পর্কে সকলের মূল্যবান বক্তব্য সম্পর্কে অবগত হন এবং সকলের সুবিধা অনুযায়ী দিন-তারিখ ও মেলার স্থান চয়ন করে কীভাবে আসন্ন জেলা ভিত্তিক বইমেলাকে আরও সুন্দর করে সকলের সহায়তায় সম্পন্ন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আজকের এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল ও দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস।
রাজ্য
জেলা ভিত্তিক বইমেলার প্রতিশ্রুতিকে বাস্তবায়নের লক্ষ্যে রাজ্যের ৮ টি জেলার জেলা শাসকদের সাথে ভিডিও কনফারেন্সে মিলিত হন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী
- by janatar kalam
- 2021-12-24
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this