2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

শুরু হল মাধ্যমিকের টার্ম ১ পরীক্ষা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ থেকে শুরু হলো রাজ্যের বিভিন্ন স্কুল গুলিতে মাধ্যমিকের টার্ম ১ পরীক্ষা।কোভিডের সমস্ত নিয়ম মেনে এই পরীক্ষা হচ্ছে। বেলা ১২টায় শুরু হবে পরীক্ষা। এবছর মাধ্যমিকে ১০২৬ টি স্কুলের মোট ৪৩,১৮০ জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছে । এর মধ্যে ১২৮ জন ছাত্রছাত্রী মাদ্রাসা আলিম পরীক্ষা দেবে । পরীক্ষা হবে ৮২ টি সেন্টারে । কোভিডের কারণে পুরো সিলেবাস শেষ না হওয়ায় আগে থেকেই পুরো সিলেবাসের ৩০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে । মোট ১০০ নম্বরের মধ্যে ( ৮০ থিওরি , ২০ ইন্টারনাল ) টার্ম ওয়ানে পরীক্ষা হচ্ছে মোট ৫০ নম্বরের। এর মধ্যে ৪০ থিওরি এবং টার্ম – ওয়ান ১০ ইন্টারনাল । দ্বিতীয় টার্মে বাকি ( ৪০ + ১০ ) নম্বরের পরীক্ষা । বিজ্ঞানের ছাত্রছাত্রীরা টার্ম ওয়ানে ( ৩৫ + ১৫ ) নম্বরের পরীক্ষা দেবে । দ্বিতীয় টার্মে বাকি ( ৩৫ + ১৫ ) নম্বরের পরীক্ষা দেবে । কোনও কারণে কোভিড সংক্রমণ যদি পুনরায় বাড়ে এবং আগামী এপ্রিল মাসে নির্ধারিত টার্ম – টু এর পরীক্ষা না হয় , অথবা পরীক্ষা না নেওয়া যায় , তাহলে টার্ম ওয়ানের পরীক্ষার উপরে ভিত্তি করেই ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র মূল্যায়ন করা হবে বলে জানা যায়। অর্থাৎ এই ক্ষেত্রে টার্ম ওয়ান পরীক্ষাই চূড়ান্ত বলে বিবেচিত হবে । এপ্রিলে পরীক্ষা হলে টার্ম ওয়ানের প্রাপ্ত নম্বর যথারীতি টার্ম টু পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে যুক্ত হয়ে যাবে । ফলে টার্ম ওয়ান পরীক্ষা সম্পন্ন হয়ে গেলেও , রেজাল্ট ঘোষণা করা হবে যথারীতি এপ্রিল মাসের পর । এই পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service