জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি:- মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের “নেশামুক্ত ত্রিপুরা” গড়ার স্বপ্নকে বাস্তবের মাটিতে রূপ দিতে গাঁজা বিরোধী অভিযানে নেমে ফের একবার বিরাট সাফল্য অর্জন করে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়ার নেতৃত্বে তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা । উল্লেখ্য, গভীর জঙ্গলে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয় গাঁজা মাফিয়া কর্তৃক বিশাল এলাকা জুড়ে গজিয়ে উঠা প্রায় ১০ হাজার গাঁজা গাছ । যার বাজার মূল্য প্রায় ১০ লক্ষাধিক টাকা হবে বলে মনে করা হচ্ছে । ঘটনা তেলিয়ামুড়া থানাধীন কলই বস্তি এলাকার গভীর জঙ্গলে । ঘটনার বিবরণে জানা যায়, আজ শুক্রবার সকাল আনুমানিক ১০ টা নাগাদ তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়ার কাছে একটি গোপন সূত্র মারফত খবর আসে যে তেলিয়ামুড়া থানাধীন কইল বস্তি এলাকার গভীর জঙ্গলে বিশাল এলাকাজুড়ে গাঁজা মাফিয়ারা গাঁজা’র চাষ করে চলেছে । আর সেই খবরের ভিত্তিতেই তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়ার নেতৃত্বে তেলিয়ামুড়া থানার ওসি নাড়ু গোপাল দেব, সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত, জয়ন্ত হালদার ও বিশাল “TSR” বাহিনী হানাবাড়ি ও গাঁজা বিরোধী অভিযান চালায় তেলিয়ামুড়া থানাধীন কলই বস্তি এলাকার গভীর জঙ্গলে । আর তাতেই আসে বিরাট সাফল্য । দীর্ঘ ২ ঘন্টা যাবৎ পুরো জঙ্গলে দফায় দফায় পুলিশি অভিযানে উদ্ধার করা হয় প্রায় ১০ হাজার গাঁজা গাছের একটি বিস্তীর্ণ এলাকা । সঙ্গে সঙ্গেই তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা দফায় দফায় বিস্তীর্ণ এলাকাজুড়ে গজিয়ে ওঠা গাঁজা গাছ কেটে আগুন লাগিয়ে ভস্মীভূত করে দেয় । যার বাজার মূল্য রয়েছে প্রায় ১০ লক্ষাধিক টাকা । যদিও এখনো পর্যন্ত তেমন কোন কিছুই জানা যায় নি এই বিস্তীর্ণ এলাকাজুড়ে গজিয়ে ওঠা গাঁজা গাছের চাষের সঙ্গে কে কারা উতপ্রোতভাবে জড়িত রয়েছে । এই দিকে মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া জানান— “সুস্থ সমাজ গঠনে ও নেশা-বিরোধী অভিযানে আগামী দিনেও তাদের এইরকম অভিযান জারি থাকবে” । তবে মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরন জমাতিয়ার গাঁজা-বিরোধী অভিযানে নেমে এই রকম ব্যাপক সাফল্যে খুশির বাতাবরণ বইছে গোটা তেলিয়ামুড়া মহকুমার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহল জুড়ে ।
রাজ্য
গাঁজা বিরোধী অভিযানে নেমে ফের একবার বিরাট সাফল্য অর্জন তেলিয়ামুড়া মহকুমা পুলিশের
- by janatar kalam
- 2021-12-03
- 0 Comments
- Less than a minute
- 4 years ago




Leave feedback about this