গোপন সূত্রের ভিত্তিতে রাজধানীর নেতাজি চৌমুহনী রোড থেকে গাঙ্গাইল রোডের দিকে যাওয়ার পথে টি আর ০১ জি ৩৭৫৭ নম্বরের একটি অটো থেকেপ্রায় ১৫০ বোতল বিলেতি মদ উদ্ধার করে রাজধানীর পশ্চিম থানার পুলিশ।অটো চালক লক্ষনকেও আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত মদের বাজার মূল্য প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা হবে বলে জানান পশ্চিম থানার ওসি জয়ন্ত কর্মকার ।
Leave feedback about this