2025-02-26
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

আরাধনা ও পুষ্পাঞ্জলি অর্পণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও জায়া নীতি দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ইন্দ্রনগর জয় মা কালী সন্তান সংঘে শ্যামা মায়ের আরাধনা ও পুষ্পাঞ্জলি অর্পণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও জায়া নীতি দেব ত্রিপুরাবাসীর সুন্দর ও বৈভবশালী জীবনের প্রার্থনা করেন। মায়ের আশীষ বর্ষণে ও দীপাবলির আলোর রোশনাইতে সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক ত্রিপুরার সকলের জীবন। এই পূণ্য দিনে মায়েদের মধ্যে বস্ত্র বিতরণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওজায়া নীতি দেব এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দির বহি রাজ্য থেকে অনেক ভক্তবৃন্দ ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে আসেন তাই ঐ সমস্ত ভক্তবৃন্দ দের প্রতি এবং সমগ্র ত্রিপুরার জনগণের প্রতি তিনি দীপাবলীর শুভেচ্ছা জানানতার পাশাপাশি তিনি আরো বলেন দীপাবলিতে আলোক ময় উজ্জ্বল প্রদীপ্ত সকলের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসুক এবং রাজ্য সরকার যেভাবে কাজ করছে সে কাজের অগ্রগতি যেন আরও বৃদ্ধি পায় তিনি মার কাছে আশীর্বাদ চান।এই দিন জায়া নীতি দেব বলেন মায়ের কছে তিনি যে সময় যান তখন তিনি মেয়ে হয়ে যায় এই দীপাবলি তে রাজ্যের ৩৭ লাখ জনগনের যেন সুখ সমৃদ্ধি বেড়ে উঠে তাই তিনি মা এর কাছে আশীর্বাদ চেয়েছেন বলে জানান।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service