2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ওয়াই পি সিংয়ের শুনানি পিছালো আরো ৭দিন

পূর্ত মামলায় অভিযুক্ত ওয়াই পি সিংয়ের স্ত্রী অর্চনা সিং উনার স্বামীর বেইল নিয়ে আবেদন করেছিলেন আজ সেই বেইল পিটিশনের শুনানির দিন ছিল। পুলিশ ৭দিনের আরো সময় চাওয়াতে আদালত সময় মনজুর করেছে। পাশাপাশি এই মামলায় জড়িত আরো দুজনকে নোটিশ পাঠাবে প্রশাসনের তরফ থেকে বলে জানা যায় ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service