জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার সারা দেশের সাথে এিপুরা রাজ্যেও ৫৭ টি লোক আদালত বেঞ্চ ঘঠন করা হয়েছে মোট ২৭১১ টি মামলা এদিন নিস্পত্তির জন্য উঠে জেলা দায়রা আদালতে। সকাল থেকে মামলা নিষ্পত্তি করতে ভিড় ছিল লক্ষণীয়। বিবাহ সংক্রান্ত মামলা, যান দুর্ঘটনা সংক্রান্ত মামলা এবং জমি সংক্রান্ত মামলা সহ অন্যান্য মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়।তার পাশাপাশি বিচারাধীন মামলা গুলো ও তোলা হয়। যান দুর্ঘটনা মামলা ত্রিপুরা উচ্চ আদালতে বেঞ্চে ওঠে এবং ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে এই মামলাগুলো নিষ্পত্তিকরণ এর জন্য তোলা হয়। বিশেষ করে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলা ও মহাকুমা গুলিতে এ মামলাগুলো নিষ্পত্তিকরণ করার উদ্দেশ্য এবং জনসাধারণের সুবিধার্থে সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান আইনজীবী সঞ্জয় ভট্টাচার্য।
রাজ্য
শনিবার সারা রাজ্যে বসানো হয় ৫৭টি লোক আদালতের বেঞ্চ
- by janatar kalam
- 2021-09-11
- 0 Comments
- Less than a minute
- 4 years ago




Leave feedback about this