2025-02-06
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ ভারতী প্রবীণ পাওয়ার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শনিবার রাজ্য সফরে এলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ ভারতী প্রবীণ পাওয়ার। তিনি অটল বিহারি বাজপেয়ি আঞ্চলিক ক্যান্সার হাসপাতাল পরিদর্শনে যান এবং হাসপাতালের যাবতীয় খোঁজখবর নেন। এদিন তিনি সেন্ট্রাল স্টেরিলাইজেশন সাপ্লাই ডিপারমেন্ট এর উদ্বোধন করেন। এদিন তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন রাজ্যের অটল বিহারি বাজপেয়ি আঞ্চলিক ক্যান্সার হাসপাতাল দায়িত্ব সহকারে পরিষেবা দিয়ে যাচ্ছে এবং এই সময়ে অটি একটি রয়েছে আগামীদিনে আরো একটি চালু করার পরিকল্পনা রয়েছে বলে এবং এই হাসপাতালে আধুনিক চিকিৎসা যন্ত্রের দ্বারা রোগীদের সেবা প্রদান করা হচ্ছে অ এখানে রয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা যার দ্বারা রোগীরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। তাছাড়া এদিন তিনি আরো বলেন বিগত সাত বছর ধরে উত্তর পূর্বাঞ্চলের সবগুলি রাজ্যের মধ্যে ত্রিপুরার চিকিৎসা পরিষেবাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং কেন্দ্র সরকারের চিকিৎসা খাতে ধার্য অর্থ্যের ৯০ শতাংশ ত্রিপুরাকে দেওয়া হয় যেন ত্রিপুরা রাজ্যের সব প্রান্তে যেন চিকিৎসা পরিষেবা ভালোভাবে প্রদান করা যায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক তথা আঞ্চলিক ক্যান্সার হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রতন চক্রবর্তী, এন এইচ এম ডাইরেক্টর ডক্টর সিদ্ধার্থ শিব জয়সোয়াল।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service