জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- “ফের বড়োসড়ো ভাঙন অব্যাহত রয়েছে রাজ্যের মসনদের শাসক দল গেরুয়া তথা বিজেপি’র পদ্ম শিবিরে” । উল্লেখ্য, আজ বুধবার দুপুর ১২ টা ৩০ মিনিট নাগাদ তেলিয়ামুড়ার কালিটিলায় স্থানীয় এক বাড়িতে যোগদানের উঠোন সভা অনুষ্ঠিত হয় । উক্ত উঠোন সভায় মোট ২১২ পরিবারের ৯৫৭ জন সাধারণ ভোটার শাসক দল বিজেপি এবং বিরোধী দল কংগ্রেস ও সিপিএম সমূলে ত্যাগ করে বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্ব-ভারতীয় দল তৃণমূল কংগ্রেসের ঘাস-ফুলের পতাকার তলে শামিল হয়েছেন । উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালা বদলের গ্রাফ মূলতঃই ঊর্ধ্বমুখী । একদিকে রাজ্যে যতোই বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে ; আর অন্যদিকে ঠিক ততোই যেন দল বদলের হিরিক লেগে রয়েছে । বর্তমানে ত্রিপুরা রাজ্যের শাসক দল বিজেপি শাসনের মাত্র ৩ বছরের মধ্যেই সাধারণ মানুষ একপ্রকার গেরুয়া তথা পদ্ম শিবিরের প্রতি অতিষ্ঠ হয়ে একপ্রকার মুখ ফিরিয়ে নিচ্ছেন বলা চলে । যেখানে ২০১৮ রাজ্য বিধানসভা নির্বাচনে ত্রিপুরা থেকে সমূলে লাল গোলাপ-কে উৎখাত করতে সাধারণ মানুষ একজোটে মূলতঃ গেরুয়া পদ্মকে-ই প্রধান হাতিয়ার করে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছিল । কিন্তু অতঃপর রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় বসে বরাবরের মতোই আজও সাধারণ গরিব শ্রেণীর মানুষের উপর যেইভাবে শোষন বঞ্চনা ও রাতে হামলাদারি চালিয়ে যাচ্ছে তাঁর থেকে নিস্তার পেতেই সাধারণ মানুষ আগামী দিন তথা ২০২৩ রাজ্য বিধানসভাতে আবারও এক নবতর সূর্যোদয়ের জন্য মূলতঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্ব-ভারতীয় সবুজ দল তৃণমূল কংগ্রেসের ঘাস-ফুলের উপর আস্থা রাখতে শুরু করেছেন । এইবার আসন্ন ২০২৩ ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনকে বরাবরের মতোই “পাখির চোখ” করে সামনের দিকে এগিয়ে চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্ব-ভারতীয় ঘাস-ফুলের দল তৃণমূল কংগ্রেস । উল্লেখ্য, আজ বুধবার দুপুর ১২ টা ৩০ মিনিট নাগাদ তেলিয়ামুড়া শহরের কালিটিলা এলাকায় স্থানীয় এক বাড়িতে যোগদান সভা অনুষ্ঠিত হয় । উক্ত এই যোগদানের উঠোন সভায় মোট ২১২ পরিবারের ৯৫৭ জন সাধারণ ভোটার রাজ্যের মসনদের শাসক দল বিজেপি এবং বিরোধী দল সিপিএম ও কংগ্রেস ত্যাগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্ব-ভারতীয় দল তৃণমূল কংগ্রেসের ঘাস-ফুলের পতাকার তলে শামিল হয়েছেন । এইদিকে এদের সকলকে আজকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতা সুবল ভৌমিক । এছাড়াও আজকের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন বঙ্গের সাংসদ ঋতব্রত ব্যানার্জী, আইনমন্ত্রী মলয় ঘটক, যুব নেত্রী জয়া দত্ত, সুস্মিতা, কেয়া সহ তৃণমূল কংগ্রেসের আরও অন্যান্য নেতা নেতৃরা । পরবর্তীতে এক সাক্ষাৎকারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বঙ্গের তৃণমূল কংগ্রেসের সাংসদ ঋতব্রত ব্যানার্জী নিজ প্রতিক্রিয়ায় জানান যে,— বর্তমানে রাজ্যের বিজেপি সরকার ক্ষমতায় বসার পূর্বে যেই সকল প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছিল তা মূলতঃ ত্রিপুরা রাজ্যে পূরণ করতে ব্যর্থ হয়েছে । তাই আগামী দিনে তথা ২০২৩ রাজ্য বিধানসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের মানুষ বিপ্লব বাবুকে মসনদ থেকে হটিয়ে নিজ নিজ হাতেই মূলতঃ সঠিক জবাব দিয়ে এই অশান্তির ত্রিপুরায় এককভাবে মূলতঃ বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ ঘাস ফুলের তৃণমূল কংগ্রেসকে ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত করবে বলে তিনি আশাবাদী ।।
রাজ্য
বিভিন্ন দল ভেঙে ২১২পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান
- by janatar kalam
- 2021-09-08
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this