2025-02-06
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

যথাযথ মর্যাদায় পালন করা হলো নীল আকাশের জন্য পরিচ্ছন্ন বাতাস “আন্তর্জাতিক দিবস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- “নীল আকাশের জন্য পরিচ্ছন্ন বাতাস” আন্তর্জাতিক দিবস উদযাপনের অঙ্গ হিসেবে মঙ্গলবার ৭ সেপ্টেম্বর ২০২১ সকাল রাজবাড়ীর সামনে থেকে সাইকেল র‍্যালী শুরু হয়ে সুস্থ নিশ্বাস ও পরিচ্ছন্ন বাতাসের জন্য মোটরযানের ব্যবহার কমানোর শ্লোগান নিয়ে বাইসাইকেল দিয়ে আগরতলা শহর পরিক্রমা করে। মঙ্গলবার রাজধানী আগরতলা রাজবাড়ী সামনে থেকে ক্লিন এয়ার এশিয়ার পক্ষ থেকে আন্তর্জাতিক পরিচ্ছন্ন সবুজ বাতাস দিবস এ বার্তা দিতে চান বাইসাইকেল চালালে পরে পরিবেশ পরিচ্ছন্ন থাকে পলিউশন কম হয় তাতে জনসাধারণের জন্য শুভদায়ক তার পাশাপাশি বাইসাইকেল চালানোর ফলে শারীরিক সুস্থ ও মানসিক দিক দিয়ে শরীর ঠিক থাকে। বাইসাইকেল আগরতলা শহরের রাস্তাঘাটের চালালে পরে মোটরবাইকের সংখ্যা যেমন কমবে তাতে করে পরিচ্ছন্ন সবুজ বাতাস জনগণ উপভোগ করতে হবে আর এতে বিভিন্ন রকম রোগ থেকো মুক্ত থাকবে বলে জানান এয়ার এশিয়ার কনভেনার বিশ্বেন্দু ভট্টাচার্যী। আন্তর্জাতিক সবুজ বাতাস ও পরিচ্ছন্ন পরিবেশের জন্য সমস্ত জনগণ এর পাশাপাশি সরকার ও সংস্থাগুলিকে এগিয়ে আসার আহবান রাখেন তিনি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service