2025-03-01
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

প্রদেশ মহিলা মোর্চার পক্ষ থেকে সন্মানিত করা হল সামাজিক ন‍্যায় ও ক্ষমতায়ন দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবীন্দ্রভবনের ১ নং হলে প্রদেশ মহিলা মোর্চার পক্ষ থেকে সামাজিক ন‍্যায় ও ক্ষমতায়ন দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক কে সন্মানিত করা হয়, সঙ্গে থাকছেন মহিলা মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা ইন্দুবালা গোস্বামী, তাছাড়া উপস্থিত ছিলেন বিজিবি প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী ঝরনা দেববর্মা সহ অন্যান্যরা। ত্রিপুরা রাজ্যের এই প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় মহিলা প্রতিমন্ত্রী হিসেবে প্রতিমা ভৌমিক স্থান পেয়েছে আর তাতে করে রাজ্যের বিজেপি কর্মী সমর্থক তৎসঙ্গে রাজ্যবাসী ও খুবই আনন্দিত। ত্রিপুরা রাজ্যের মহিলা প্রতিমন্ত্রী হবার পর থেকেই অসংখ্য ধন্যবাদ জানানো হয়েছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার পাশাপাশি প্রতিমা ভৌমিক কেও। সোমবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠানের সম্মানিত অতিথি রা প্রতিমন্ত্রী প্রতিপক্ষের হাতে স্মারক তুলে দেন। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জানান বিগত 50 বছর পর এই ধরনের সম্মান অনুশোচনা করছেন এবং রাজ্য থেকে প্রথমবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এই জায়গায় আসার পেছনে অনেক পরিশ্রম এবং এবং রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের কারণেই আজকের এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছেন বলে জানান তিনি। এদিন তিনি আরও বলেন জনজাতি এলাকায় ত্রিপুরা ল্যান্ড, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড নিয়ে জনজাতি যার সাথে ধোঁকাবাজি করছে যার কারণে জনজাতি এলাকায় নিজেদের মধ্যে বিরোধ লেগে আছে বলে উনার বক্তব্য তুলে ধরেন। রাজ্য সরকারের বর্তমান পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক কিন্তু ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নিয়ে তিনি এরকম বক্তব্য রেখেছেন তাতে করে জনজাতীয় অংশের লোকদের উপর ক্ষোভ উগ্রেে দিয়েছেন এমনটাই বুঝা গেল উনার বক্তব্যে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service