2025-03-01
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

18 দফা দাবিতে গণবস্থান সারা ভারত আইনজীবী ইউনিয়নের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সারা ভারত আইনজীবী ইউনিয়নের তরফের বিভিন্ন দাবিতে গণঅবস্থান সংঘটিত করে। শনিবার আগরতলার সিটি সেন্টারের সামনে দু’ঘণ্টার গণ অবস্থান করে 18 দফা দাবিকে সামনে রেখে। রাজ্যের বিভিন্ন বৈদ্যুতিন চ্যানেল সম্প্রচার পুনরায় চালু করা সহ 18 দফা দাবিতে আন্দোলন কর্মসূচি সংঘটিত হয়। রাজ্যে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, অবিলম্বে বামপন্থী ও অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদের উপর শাসকদলের আক্রমণ ও সন্ত্রাস বন্ধ করা। বামপন্থী ও অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার। ডিজেল-পেট্রোল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য হ্রাস করা। কৃষি আইন ও শ্রম আইন বাতিল করা। 10323 চাকুরীচ্যুতদের ব্যবস্থা করা। বিনা বিচারে আটক এবং ভারতীয় দণ্ডবিধির ১২৪ (ক) ধারা বাতিল করা। আন্দোলনের গ্রেপ্তার হওয়া সমস্ত রাজনৈতিক বন্দীদের বিনাশর্তে মুক্তি, অবিলম্বে সুপ্রিমকোর্টের তত্ত্বাবধানে পেগাসাস স্পাইওয়্যার মাধ্যমে নজরদারি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা। শিক্ষা ক্ষেত্রে রাজ্য সরকারের খামখেয়ালীপনা বন্ধ করা জুনিয়র আইনজীবিদের পেশায় যোগদানের প্রথম তিন বছর প্রতি মাসে 10 হাজার টাকা করে অনুদান। আইনজীবিদের জন্য সরকারি খরচে স্বাস্থ্যবীমা মহিলাদের সুরক্ষা নিশ্চিত করা, আইনজীবী ডাক্তার সাংবাদিকসহ সমস্ত পেশার মানুষকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ বজায় রাখা ইত্যাদি দাবিতে আন্দোলন কর্মসূচি সংগঠিত করেন এই দিন গণ অবস্থান সম্পর্কে সংবাদ মাধ্যমকে জানান বাইট। এদিন ইউনিয়নের তরফের বলা হয়েছে আগরতলায় তারা তাদের কর্মসূচির মধ্য দিয়ে সরকারের কাছে বিষয়গুলো তুলে ধরবেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service