2025-02-07
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

টি সি এ-র বক্তব্যে নিন্দা জানিয়েছে, রাজ্যের ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেওয়া দশটি ক্লাবের প্রতিনিধিরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত ১৬ আগস্ট আই টি আই- মাঠে শরীর চর্চার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মর্মান্তিক মৃত্যু হয় তরুণ ক্রিকেটার কার্ত্তিক সাহার। মাঠ থেকে জিবি হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে এই তরুণ ক্রিকেটার। পরে জিবি হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। একমাত্র ছেলেকে গারিয়ে দিশেহারা পরিবার। এদিকে টি সি এ-র পক্ষ জানানো হয় এই প্রশিক্ষণ কোন অফিসিয়াল প্রশিক্ষণ ছিল না। তাছাড়া প্রয়াত ক্রিকেটার ক্লাব ক্রিকেট খেলত। টি সি এ-র জেরিস্টার প্লেয়ার নয়। টি সি এ-র এই ধরনের বক্ত্যব্যে নিন্দা জানিয়েছে ক্রীড়া মহল। বুধবার রাজ্যের ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয় এমন দশটি ক্লাবের প্রতিনিধিরা প্রয়াত তরুণ ক্রিকেটার কার্ত্তিক সাহার যোগেন্দ্রনগর আদর্শ কলোনি এলাকার বাড়িতে যান। পিতা তাপস সাহা সহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন । এই ঘটনায় শোক জানান তারা। একই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের পাশে থাকার বার্তা দেন। ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয় এমন দশটি ক্লাবের প্রতিনিধিদের পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। তাঁর অভিযোগ ছেলে ক্রিকেটার হিসাবে নিজেকে তুলে ধরতে চেয়েছিল। বহু টুর্নামেন্টে অংশ নিয়েছে। অথচ কিভাবে তাঁকে একজন ক্রিকেটার নয় বলে মন্তব্য করা হচ্ছে। মাঠে প্যাকটিসের সময় কেন পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয় না তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দসটি ক্রিকেট ক্লাবের প্রতিনিধিরা তাদের সাধ্যমত প্রয়াত তরুণ ক্রিকেটার কার্ত্তিক সাহার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেয়। ব্যক্তিগত ভাবে আর্থিক সহায়তা করে ক্রিকেটার তিমির চন্দ। পরে দশটি ক্লাবের প্রতিনিধিরা জানান একই ভাবে মাঠে প্রশিক্ষণ চলাকালীন সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মর্মান্তিক মৃত্যু হয় ক্রিকেটার মিঠন দেববর্মার। ঠিক তার এক বছরের মধ্যে আরো এক প্রতিভাবান ক্রিকেটারের মৃত্যু হল মাঠে। এটা হৃদয় বিদারক ঘটনা। কোন ভাবেই টি সি এ-র কাছ থেকে কাম্য নয়। তারা দাবি জানান আর্থিক ভাবে দুর্বল এই প্রয়াত ক্রিকেটারের পরিবারকে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করুক টি সি এ-। মাঠে প্রশিক্ষণের সময় কোচ, ট্রেনারদের আরো সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে মাঠে মেডিক্যাল টিম, এম্ব্যুলেন্স রাখার উপর জোর দেন। টি সি এ-র দায়িত্ব বান ব্যক্তিদের কাছ থেকে এই ধরনের মন্তব্য কাঙ্খিত নয় বলে জানান। এভাবে দায়িত্ব এড়ানো যায় না বলে দাবি করেন প্রতিনিধিরা। গত করোনা কালীন সময়ে ইউ বি এস টি ক্লাবের দুঃস্থ ক্রিকেটার হিসাবে তার নাম প্রস্তাব করা হয়। টি সি এ- থেকে আর্থিক সহায়তা পায় সে। অথচ এক বছরের মধ্যে কিভাবে সে ক্রিকেটার নয় তা বলতে পারে টি সি এ- তা নিয়ে প্রশ্ন তোলনে তারা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service