2025-02-07
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনের ৪৮ ঘণ্টার মধ্যেই তেলিয়ামুড়া থানার পুলিশের উদ্ধার গাদা বন্দুক

জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- ৭৫ তম ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে উদ্ধার হলো একটি গাদা দেশি বন্দুক । ঘটনা গতকাল তথা মঙ্গলবার গভীর রাত আনুমানিক ১ টা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন হাজরা পাড়ার গভীর জঙ্গলাকীর্ণ এলাকায় । গোটা এলাকায় চাঞ্চল্যকর ও থমথমে পরিস্থিতি বিরাজিত । ঘটনার বিবরণে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত থেকে যখন তেলিয়ামুড়ায় আইন-শৃঙ্খলা রক্ষার্থে তেলিয়ামুড়া থানার পুলিশ ও ১২ নং TSR ব্যাটেলিয়নের বাহিনী তেলিয়ামুড়া থানাধীন তুই তাম্পুই ও হাজরাপাড়া এলাকায় গভীর রাত পর্যন্ত স্পেশাল পুলিশের টহলদারি চলে তখন হঠাৎ ১২ নং “TSR” ব্যাটালিয়নের কর্মরত “TSR” বাহিনী একটি গাদা দেশী বন্দুক হাজরা পাড়ার জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখে । সঙ্গে সঙ্গেই এই গাদা দেশী বন্দুকটি পুলিশ ও “TSR” বাহিনী হাজরা পাড়ার জঙ্গল থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে । বর্তমানে গতকাল গভীর রাতে জঙ্গলাকীর্ণে উদ্ধারকৃত এই গাদা দেশী বন্দুকটি তেলিয়ামুড়া থানায় রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায় । তবে কোথা থেকে এই দেশি গাদা বন্দুকটি এই জঙ্গলে আসলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই এক সন্দেহ ও কৌতুহলের সৃষ্টি হয়েছে । এর ফলে আজ সাত সকালে এই খবরটি চাউর হতেই গোটা তেলিয়ামুড়া শহরের জনমনে এক প্রকার আতঙ্ক বিরাজ করছে । তবে এই বন্দুকটি তে কোন প্রকার গুলি ছিল না আর কোন রকম কার্তুজও এই জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায় নি বলে পুলিশ সূত্রে জানা যায় । তবে তেলিয়ামুড়া থানার পুলিশ গতকাল রাতেই তেলিয়ামুড়ার জঙ্গলে উদ্ধারকৃত এই গাদা দেশী বন্দুটিকে কেন্দ্র করে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে । এখন দেখার বিষয় তেলিয়ামুড়া থানার পুলিশ সামান্য একটি গাদা দেশি বন্দুকের লেজ ধরে তদন্তের জেরে আদৌও কোন জঙ্গী গোষ্ঠীর মাথা’র নাগাল পায় কি না !!

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service