জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার সকাল থেকে বিশালগড় গ্যাস বটেলিং অফিসের সামনে শ্রমিকদের কর্মসংস্থান ফিরে পাবার জন্য বিক্ষোভ ও আন্দোলন করতে থাকেন। জানা যায় দীর্ঘ চার বছর যাবৎ 60 জন শ্রমিক বিশালগড় গ্যাস অফিসে কাজ করে সংসার প্রতিপালন করে কিন্তু বিশালগড় গ্যাস অফিস বিশালগড় থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। কিন্তু গ্যাস অফিসের কর্তৃপক্ষ বিশালগড়ের 60 জন শ্রমিককে হঠাৎ কিছু না বলে কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেন। তাই শ্রমিকরা আজ দ্বিতীয় দিন সকাল থেকে অফিসের সামনে বসে কর্মসংস্থান ফিরে পাবার জন্য আন্দোলন করে যাচ্ছে।। কিন্তু গতকাল বিকেল বেলা আন্দোলন করার পর অফিসের কর্তৃপক্ষ থেকে কোন উত্তর না পাওয়ায় শ্রমিকরা আজ সকালবেলা অফিসের সামনে সমস্ত শ্রমিক দের কে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে এবং শ্রমিকদের দাবি যদি তাদেরকে পুনরায় কর্মসংস্থানে ফিরিয়ে দিতে হবে। নয়তো তারা বৃহত্তর আন্দোলন যাবে বলে হুশিয়ারি দেন। তারা আরো জানান যদি তাদেরকে হঠাৎ করে কর্মসংস্থান থেকে বঞ্চিত করা হয় তারা এই পরিস্থিতিতে কিভাবে সংসার প্রতিফলন করবে তা নিয়ে চিন্তিত হয়ে কিছু কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়ছে। এখন দেখার বিষয় তাদের বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষ কোন কাজের শুরু হা করে কিনা তার দিকে তাকিয়ে রয়েছে বিশালগড় মহাকুমাবাসি।
রাজ্য
কর্মসংস্থান ফিরে পাবার দাবিতে বিশালগড় গ্যাস বটেলিং শ্রমিকদের অফিসের সামনে বিক্ষোভের দ্বিতীয় দিন
- by janatar kalam
- 2021-08-17
- 0 Comments
- Less than a minute
- 4 years ago




Leave feedback about this