2025-02-08
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতার অপপ্রয়োগকে কটাক্ষ করলেন তৃণমূল নেতৃত্বরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শনিবার রাজধানীর একটি বেসরকারি হোটেল পোলো টাওয়ারে এক সাংবাদিক বৈঠকে মিলিত হন পশ্চিমবঙ্গ থেকে আগত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এদিনের বৈঠকে তৃণমূল কংগ্রেস নেতা বক্তব্য রাখতে গিয়ে প্রথমে বিপ্লব দেবের প্রশাসন বহু চেষ্টা চালিয়েছে তৃণমূলের নেতৃত্বরা যেন সাংবাদিক বৈঠকে মিলিত না হতে পারে তার অভিযোগ টানেন এবং পরে রাজ্যের ৫টি সুনামধন্য বৈদ্যুতিন মাধ্যম চ্যানেল যাদেরকে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের দায়ে বন্ধ করিয়ে দেওয়া হয়েছে এর তীব্র নিন্দা জানান। শুধু তাই নয় বিপ্লব দেবের সরকার রাজ্যের প্রত্যেকটি হোটেলের পাশাপাশি যানবাহনের মালিকদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা চাইলে কোন কিছু না দেবার জন্য বলেছেন বলে অভিযোগ তুলেন। তার পাশাপাশি শুধু ত্রিপুরা নয় দেশের অন্যতম সংবাদ মাধ্যম পিটি আইয়ের ও সাবস্ক্রিপশন বন্ধ করে দিয়েছিল কেন্দ্র বিজেপি সরকার বলেও জানান তিনি। পাশাপাশি আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে বলতে গিয়ে তিনি জানান ত্রিপুরায় আপনার যদি গাড়ি থাকে স্কুটি থাকে তাহলে আপনাকে আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হবে না কিন্তু বাংলায় গিয়ে দেখুন গরিব ধনী সব মিলিয়ে ১০ কোটি মানুষকে আয়ুষ্মান ভারত কার্ড প্রদান করা হয়েছে।। তাছাড়া মাত্র ৪০ মিনিট দূরে একটি রাজ্য যেখানে ডাবল ইঞ্জিনের সরকার নেই সেখানে যদি কেন্দ্রের সাথে লড়াই চালিয়ে গিয়ে উন্নয়নমূলক কাজ করা সম্ভব হয় তাহলে ত্রিপুরায় কেন হবে না বলে তাই তিনি ত্রিপুরায়ও মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকার গঠন হবে বলে দৃঢ় বিশ্বাস রাখেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service