জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আগরতলা থেকে সাব্রুমগামী রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হল দুই যুবকের। ঘটনা মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ বিশ্রামগঞ্জ রেলস্টেশন থেকে 200 মিটার দূরত্বে রেল রাস্তার মধ্যে। প্রত্যক্ষদর্শীরা জানায় আগরতলা থেকে বিলোনিয়া যাবার পথে বিশ্রামগঞ্জ রেলস্টেশনের নিকট রেল রাস্তায় ট্রেনের নিচে কাটা পড়ে 2 যুবকের মৃত্যু হয়। রিয়াজ দেববর্মা 26 বাড়ি বিশ্রামগঞ্জ গোপাল পাড়া এলাকায়। অপর যুবকের নাম রাজেশ দেববর্মা 29 বাড়ি মেলাঘর মোহনভোগ এলাকায়। দুই যুবক নাকি নেশাগ্রস্ত ছিল। সারা রাত্রি রেল স্টেশনে বসে নেশা করেছে। বাড়িঘরে যায়নি। সকালবেলা ও দুই যুবকের নেশা কাটেনি। নেশাগ্রস্ত অবস্থায় রেল রাস্তা ধরে হাঁটছিল। এমন সময় রেল এসে পড়ায় রেল রাস্তা থেকে সরতে পারেনি। ছিন্নভিন্ন হয়ে যায় হাত-পা-মাথা। এলাকাবাসী খবর দে বিশ্রামগঞ্জ থানায় এবং বিশ্রামগঞ্জ অগ্নিনির্বাপক দপ্তরে।বিশ্রামগঞ্জ পুলিশ এবং অগ্নিনির্বাপক দপ্তরের গাড়ি এসে দুই যুবকের ছিন্নভিন্ন দেহ বিশ্রামগঞ্জ হাসপাতালের মর্গে নিয়ে রাখে। দুই যুবকের মৃতদেহ ময়না তদন্ত করার পর পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। সবেমাত্র লকডাউন এবং কারফিউর খরা কাটিয়ে উঠে যাত্রা শুরু করেছিল রেল এরই মধ্যে ঘটে গেল বিশ্রামগঞ্জ স্টেশনে বিপত্তি। দুই যুবকের রেলের নিচে পদপিষ্ট হওয়ায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
রাজ্য
রেলে কাটা পড়ে মৃত্যু দুই যুবকের, ঘটনা বিশ্রামগঞ্জ রেলস্টেশন এলাকায়
- by janatar kalam
- 2021-08-10
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this