জনতার কলম ত্রিপুরাআগরতলা প্রতিনিধি :- এরাজ্যে ছাত্র আন্দোলনের কথা জানা আছে সবারই ছাত্র আন্দোলন করতে গিয়ে সরকারের কাছে নত স্বীকার করেন নাই কিন্তু আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন।বৃহস্পতিবার আগরতলার ছাএ যুব ভবনের সামনে থেকে এক বিক্ষোভ রেলি বের করা হয় আগরতলা শহরে এস এস আই ও টি এস ইউ ছাত্র সংগঠনের পক্ষ থেকে। 2021 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফলে অসঙ্গতি থাকার কারণে রাজ্যব্যাপী ছাত্র-ছাত্রীরা আন্দোলনে নেমে পড়েন। আগরতলার কদমতলা স্থিত শিক্ষামন্ত্রী বাসভবনের সামনে পরীক্ষার ফলাফলের অসঙ্গতি নিয়ে ছাত্রছাত্রীরা আন্দোলনে সামিল হলে তাদেরকে পুলিশ নির্মমভাবে লাঠির আঘাতে আহত করেন। ছাত্র ছাত্রীদের গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে এস এফ আই এবং টি এস ইউ যৌথভাবে আগরতলা শহরে বিক্ষোভ কর্মসূচির করেন।এই দিনের বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে এসএফআইয়ের রাজ্য সম্পাদক সন্ধিপনদেব বলেন রাজ্যের শিক্ষা শিক্ষামন্ত্রী রতন লাল নাথ যেভাবে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে ছাত্র-ছাত্রীদের গণতান্ত্রিক আন্দোলনে রক্ত ঝরিয়েছে তার জন্য শিক্ষামন্ত্রী জবাব দিতে হবে এ ধরনের বর্বরোচিত ঘটনার তীব্র প্রতিবাদ জানায় বলে জানান। এই দিন এই বিক্ষোভ কর্মসূচি আগরতলা শহরের রাজপথে বের হতে না হতেই পুলিশ প্রশাসন এসএফআই ও টিএস ইউ আন্দোলনকারীদের গ্রেপ্তার করে এডি নগর পুলিশ মাঠে নিয়ে যায়।
রাজ্য
ছাত্র ছাত্রীদের গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে SFI এবং TSU এর বিক্ষোভ কর্মসূচি
- by janatar kalam
- 2021-08-05
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this