2025-02-27
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্যের আইন শাসন সামাজিক ন্যায়বিচার শান্তি-শৃঙ্খলা ও জনসম্পর্ক স্থাপন করতে পুলিশ সদর্থক ভূমিকা নিচ্ছে- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-শুক্রবার মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে রাজ্য পুলিশ সপ্তাহ প্যারেড অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান আমি অত্যন্ত গর্বিত এই দেখে যে, রাজ্য পুলিশ দিনে দিনে আরও পারদর্শিতার সঙ্গে রাজ্যে আইন-শৃঙ্খলা, সামাজিক ন্যায়বিচার, শান্তি-শৃঙ্খলা ও জনসম্পর্ক স্থাপন করতে তাদের সদর্থক ভূমিকা পালন করছে। একটা সুষ্ঠু সরকার পরিচালনার ক্ষেত্রে পুলিশের ভূমিকা অপরিসীম। কারণ, পুলিশের হাত ধরেই রাজ্যে আইন-শৃঙ্খলা বজায় থাকে। তাছাড়া রাজ্য পুলিশ করোনা মোকাবিলায় প্রথম সারির যোদ্ধা হিসেবে নিজেদের বিশাল ভূমিকা পালন করেছে। তাই আজ রাজ্যে সুস্থ হয়ে ওঠার হার ৯৯%। পজিটিভ রেটের মাত্রাও খুব কম। মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে করোনা ভ্যাকসিন প্রদান এর দিন ঘোষণা করেছেন। ত্রিপুরায়ও প্রথম পর্বের ভ্যাকসিন প্রদান পর্ব শুরু হবে আর তার বাস্তবায়নও হয়েছে বলে অভিমত ব্যক্ত করলেন।পাশাপাশি গত তিন বছরে রাজ্যে অপরাধজনিত ঘটনা তুলনামূলক অনেক কম হয়েছে। সড়ক দুর্ঘটনা ২০১৯-এ ছিল ৬৫৫ টি ২০২০ তা কমে হয়েছে ৪৬৬ টি। মোট ২৮.৮% কমেছে। আমি চাই আমার এই সুন্দরী পার্বত্য ত্রিপুরায় একটিও যেন ধর্ষণের মতো জঘন্যতম অপরাধের ঘটনা না ঘটে। তবুও ২০২০ তে ২০১৯ এর তুলনায় ১৫.৪% কম হয়েছে। ২০১৯ এ খুনের চেষ্টা-এর মত ঘটনা ঘটেছে ১৫৩ টি ২০২০ তে কমে হয়েছে ১১৭ টি মোট ২৩.৫% কমেছে। খুন ২০১৯ এ হয়েছে ১৪৪ টি ২০২০ তা কমে হয়েছে ১১৪ টি মোট ২০.৮% কমেছে। ডাকাতি ২০১৯ এ হয়েছে ৮ টি ২০২০ তে কমে হয়েছে ৩ টি মোট ৬২.৫% কমেছে। ছিনতাই ২০১৯ এ হয়েছে ২২ টি ২০২০ তে ৪ টি মোট কমেছে ৮১.৮%। গুরুতর অপরাধ জনিত ঘটনার সংখ্যা ২০১৯ এ ১৩৮২ এবং ২০২০ তে কমে হয়েছে ১০১৯ টি মোট ২৬% কমেছে। মোট অপরাধ ২০১৯ এ ঘটেছে ৫৯৮৮ টি এবং ২০২০ তে কমে হয়েছে ৪৬৫৩ টি মোট ২২% কমেছে বলে জানান তিনি। ২০১৮ তে নতুন সরকার ক্ষমতায় আসার পর সবকিছুর পরিবর্তন হয়ে গেছে তার দাবী আমি করছি না। কিন্তু বর্তমান সরকারের প্রত্যেকটি দপ্তর খুব পারদর্শিতার সাথে কাজ করছে। আর রাজ্য পুলিশও ঠিক সেই প্রত্যুৎপন্নমতিত্তের সঙ্গে কাজ করে চলেছে। নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলার অভিযান থেকে অপরাধ মুক্ত ত্রিপুরা, বা নারী নির্যাতন মুক্ত ত্রিপুরা। সকল ক্ষেত্রেই রাজ্য পুলিশের ভূমিকা অপরিসীম।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service