2025-02-27
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্য সরকার নির্বাচনের পূর্বেই সেরে ফেলেছে অধিক কাজ : সোনকর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার বিজেপির প্রদেশ কার্যালয় সাংগঠনিক বৈঠক করেন বিজেপির রাজ্য প্রভারি বিনোদ সোনকরন । বৈঠকে উপস্থিত উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা জানিয়েছেন এটা সাংগঠনিক বৈঠক। বৈঠকে আসন্ন এ ডি সি নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা করা হচ্ছে। অধিক আসন নিয়ে যাতে এ ডি সি -তে বিজেপি প্রতিষ্ঠিত হয় সে দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে আই পি এফ টি সাথে জোট হয়ে লড়বে কিনা, তার উপর কোন‌ সিদ্ধান্ত হয় নি বলে জানিয়েছেন। এ ডি সি নাম পরিবর্তন, ভূমি অধিকার, এ ডি সি জন্য সরাসরি অর্থ প্রদান করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হয়েছে। আর রাজ্য সরকার নির্বাচনের পূর্বেই অধিক কাজ করে ফেলেছে বলে দাবি করেন তিনি। বৈঠকে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা, সাংসদ রেবতী কুমার ত্রিপুরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service