2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

দোকানে ঢুকে ব্রাউন সুগার পার্টির হার ছিনতাই

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- প্রকাশ্য দিবালোকে সোনার চেইন ছিনতাই। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বেলা আনুমানিক সাড়ে বারোটায় উদয়পুর রাধাকিশোরপুর থানাধীন রাজারবাগ সুকান্ত পল্লী এলাকার জনৈকা দীপু রানী পোদ্দারের মুদি দোকানের সামনে বাইকে করে অজ্ঞাত পরিচয়ের দুই যুবক এসে এক যুবক দোকানে ঢুকে সিগারেট কিনতে আসে। অপরজন বাইক স্টার্ট করে মাথায় হেলমেট পড়ে দাড়িয়ে থাকে। দোকান মালিক দীপু রানী পোদ্দার সিগারেট টা যখন এগিয়ে এসে দিতে যায় ঠিক তখন এক যুবক গলায় টিপে ধরে উনার গলায় থাকা দুই ভরি দুই আনা ওজনের সোনার চেইন ছিনতাই করে উনাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বাইকে করে পালিয়ে যায়। এরপর দীপু দেবীর চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরা দৌড়ে ছুটে এসে ছিনতাই দুস্কৃতিকারীদের বাইকের পেছনে ধাওয়া করলেও ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর এদিন রাতে রাধাকিশোরপুর থানায় এই বিষয়ে একটি মামলা করা হয়। এদিকে প্বার্শবর্তী এক বাড়ির সিসি ক্যামেরার মাধ্যমে বাইক টিকে শনাক্ত করা গেছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service