2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্যে যথাযথ মর্যাদায় পালিত হলো ভারতের জাতীয় কংগ্রেসের ১৩৬ তম প্রতিষ্ঠা দিবস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় ভারতের জাতীয় কংগ্রেসের 136 তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। এদিনের প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, যুব কংগ্রেসের সভাপতি পূজন বিশ্বাস, এনএসইউ আই এর সভাপতি রাকেশ দাসসহ অন্যান্যরা। দলীয় পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে 136 তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ক্রমে ক্রমে এটি সম্প্রসারিত হয় বিশ শতকের গোড়ার দিক থেকে একটি জাতীয়তাবাদী প্রতিষ্ঠানে পরিণত হয়। দেশ স্বাধীনের জন্য দেশের মহান মহাত্মা গান্ধী থেকে শুরু করে অন্যান্য দেশাত্মবোধক নেতৃত্বরা যেভাবে দেশকে স্বাধীন করেছিল তা দেশের জনগণ কখনো ভুলার মত নয়। কংগ্রেস দল জাতীয়তাবাদী দল যে দল এর জন্য মহাত্মা গান্ধী জহরলাল নেহেরু বৃটিশের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন তাতে দেশের লক্ষ লক্ষ জনগণ সামিল হয়েছিলেন কারা বন্দী হয়েছিলেন। জহরলাল নেহেরু ও মহাত্মা গান্ধী তারা যেভাবে হাসতে হাসতে নিজেদের জীবন বিসর্জিত করেছেন তা দেশবাসী এখনও ভুলছেন না। মহাত্মা গান্ধী ও জহরলাল নেহেরু এই দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে মাথায় নিয়ে বৃটিশের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন দেশের জনগণের জনস্বার্থকে মাথায় রেখে সেদিন তারা বৃটিশের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেন। কংগ্রেস দল ত্যাগের ইতিহাস কে কখনো ভুলবেন না দেশবাসী। সোমবার আগরতলার কংগ্রেস ভবন সংলগ্ন এলাকায় জহরলাল নেহেরু ও মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে 136 তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেন এই দিনের উদযাপন উপলক্ষে রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান কংগ্রেস দল জাতীয় একটি রাজনৈতিক দল মহান নেতারা আত্মত্যাগ করেছেন। 136 তম কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যেও বিভিন্ন জায়গায় অনেক ধরনের কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য কংগ্রেস দল। 136 তম প্রতিষ্ঠা দিবসে রাজ্যের সকল শ্রেণীর সকল অংশের জনগণের প্রতি আহ্বান রাখেন রাজ্য সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস এবং তিনি জানান দেশে এমন একটি দল আছে যার নাম কংগ্রেস এই দল ওই একমাত্র দেশের জনগণের চিন্তা ভাবনা করে এবং জনগণকে আদর্শ গত ভাবে মুক্তি দিতে পারবে। বর্তমান দেশের সরকার যেভাবে জনস্বার্থকে পথে ফেলে দিয়েছে তার থেকে বাঁচার একমাত্র উপায় জাতীয় কংগ্রেস দল 136 তম প্রতিষ্ঠা দিবসে কংগ্রেস দলের সমর্থক কর্মী সমর্থকরা যাতে আগামী দিনে দেশীয় রাজ্যের জন্য ঝাঁপিয়ে কাজ করার জন্য আহ্বান রাখেন কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। আগরতলার কংগ্রেস ভবন সংলগ্ন এলাকায় 136 তম কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কংগ্রেস দলের কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service