2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

নারীজাতির মর্যাদা রক্ষা, সমাজের পূর্ণ অধিকার বজায় রাখা, এবং শোষণমুক্ত আদর্শ সমাজ গড়তে বাঙালি মহিলা সমাজ মিলিত হল সম্মেলনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় নারীদের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক বিভিন্ন দিক দিয়ে লাঞ্চিত বঞ্চিত এবং ত্রিপুরাসহ সমগ্র দেশে নারী ধর্ষণ, নির্যাতন, ক্রমশ বেড়েই চলছে যার মধ্যে ত্রিপুরা স্থান অন্যতম। তাছাড়া বিগত বাম আমল থেকে রাম আমল পর্যন্ত বধু হত্যা নির্যাতন ধর্ষণ শিশু ধর্ষণের মতো খবর প্রতিদিন খবরের কাগজে দেখতে পাওয়া যায়। তাই কিভাবে এই সমস্ত অঘটন থেকে মহিলারা রক্ষা পেতে পারে কিভাবে শোষণমুক্ত সমাজব্যবস্থা গঠন করা যায় সে বিষয়ে আলোচনা করার জন্য আমরা বাঙালি সদর কার্যালয় বাঙালি মহিলা সমাজের পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান সংগঠনের রাজ্য সচিব সুমতি দেব। নারী সুরক্ষার্থে নারীদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার যে জায়গায় মহিলা স্বশক্তিকরনের কথা বলেন সে জায়গায় তাদের সুরক্ষার্থে কী পদক্ষেপ নেন সেটাই এখন দেখার বিষয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service