জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- যেমন বাম তেমন রাম প্রতিশ্রুতির ফাঁনুস ফুঁটো ডবল ইঞ্জিনের সরকারের কাজে বীতশ্রদ্ধ মানুষ। এটা রাস্তা নয় যেন মরণ ফাঁদ। দীর্ঘ কয়েক বছর যাবত উদয়পুর মহাকুমার গর্জনমুড়া 3 নং ওয়ার্ড থেকে বাগমা যাওয়ার রাস্তাটি মরণ ফাঁদে পরিণত রাস্তাটকে মেরামত করে দেওয়ার জন্য বহুবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে দপ্তরকে বহুবার দাবি জানিয়ে আসলে ও কাজের কাজ কিছু হই হচ্ছে না শীত ঘুমে দপ্তর। রাস্তাটি মেরামত করার জন্য কোন উদ্যোগ নিচ্ছেনা স্থানীয় পঞ্চায়েত। এলাকাবাসীর তরফ থেকে বহুবার পঞ্চায়েতকে দাবি জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।এখন এলাকাবাসীর একটি দাবি রাস্তাটির যেন অতিসত্বে মেরামত করে দেওয়া হয়।।এই রাস্তা দিয়ে গর্ভবতী মায়েদের হাসপাতাল কিংবা চিকিৎসার জন্য নিয়ে যেতে খুব অসুবিধা সম্মুখীন হতে হয়।। এখন দেখার বিষয় কবে নাগাদ রাস্তা সংস্কারে হাত বাড়ায় সরকার। সেদিকে তাকিয়ে গ্রামবাসীরা।
রাজ্য
রাস্তা সংস্কারে নেই কেও ! শীত ঘুমে দপ্তর
- by janatar kalam
- 2020-12-18
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this