জনতার কলম , ত্রিপুরা আগরতলা,প্রতিনিধি:- বিদ্যুৎ বিল ২০২০ অবিলম্বে বাতিল করা, বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারিকরণ না করা, বিদ্যুৎ গ্রাহকদের উপর থেকে অতিরিক্ত বিদ্যুৎ বিলের বোঝা চাপিয়ে না দেওয়া সহ চার দফা দাবিতে রাজধানীর ভুতুরিয়া বিদ্যুৎ অফিসের সামনে সিআইটিইউ, ডিওয়াইএফআই, টি ওয়াই এফ এবং এ আই কে এস যৌথভাবে গন অবস্থান অনুষ্ঠিত করা হয়। এদিন অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী তথা সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে বক্তব্য রেখে বলেন, কেন্দ্রীয় সরকার এই সর্বনাশা বিদ্যুৎ বিল প্রত্যাহার করতে চাইছে না। ফল সরকারের বিরুদ্ধে রাস্তায় নামা ছাড়া আর কোনো পথ নেই দেশবাসীর কাছে। কেন্দ্রীয় সরকার বিদ্যুৎ বেসরকারিকরণ করতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে। সরকারের ভুল নীতির ফলে মে মাসের হিসেব অনুযায়ী ৬ লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে। উৎপাদন বিদ্যুৎ অনুযায়ী বিদ্যুৎ ব্যবহার কম হচ্ছে। ১ লক্ষ শিশুটি হাজার মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। এই সর্বনাশা বিল যদি সরকার প্রত্যাহার না করে তাহলে আগামীদিনের ভক্তদের জন্য বিপদ ডেকে আনবে বলে অভিমত ব্যক্ত করলেন তিনি।
রাজ্য
সরকার বিদ্যুৎ বিল বাতিল না করায় বাধ্য হয়ে পথে নামতে হল- মানিক দে
- by janatar kalam
- 2020-12-17
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this