2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পদ্মশ্রী সম্মানে সম্মানিত বেনি চন্দ্র জমাতিয়া প্রয়ানে গভীর শোক প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা উদয়পুর প্রতিনিধি :- চলে গেলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপক বেণী চন্দ্র জমাতিয়া। সোমবার ভোর চারটার সময় মহারানি হাতিছড়াস্থিত নিজ বাস ভবনে ৯৬ বছর বয়সে দেহত্যাগ করেন তিনি। মৃত্যু কালে চার পুত্র এবং পাঁচ কন্যা রেখে গেছেন। ওনার মৃত্যুর খবর পেয়ে হাতিছড়াস্থিত নিজ বাসভবনে ছুটে যান বিধায়ক বিপ্লব কুমার ঘোষ,উদয়পুর এর মহকুমাশাসক অনিরুদ্ধ রায় সহ প্রশাসনের অন্য আধিকারিকরা। এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয় বলেন ত্রিপুরার গর্ব, পদ্মশ্রী সম্মানে সম্মানিত শ্রী বেনীচন্দ্র জামাতিয়াজির প্রয়াণে আমি গভীর শোকাহত। তাঁর মৃত্যু ত্রিপুরা তথা দেশের লোক সাহিত্যের অপূরণীয় ক্ষতি। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। তাঁর পরিবারবর্গকে জানাই গভীর সমবেদনা। প্রভু তাঁর আত্মাকে চরণে স্থান দিন। পরিবারবর্গ যেন এই শোক সহ্য করার শক্তি অর্জন করতে পারেন। সাহিত্য জগত তাঁর অবদানকে চিরকাল স্মরণে রাখবে। তিনি তাঁর সৃষ্টির মাধ্যমেই চির ভাস্বর হয়ে থাকবেন ত্রিপুরার মানুষের হৃদয়ে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service