জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- দীর্ঘ আটদিন যাবত চাকরিচ্যুত শিক্ষকরা গণবস্থানে স্থায়ী সমাধানের দাবিতে ধারাবাহিক ভাবে নিজেদের কর্মসূচির পরিবর্তন করলেও সরকারের মৌনতা ভাঙছে না। তাই অবশেষে গণবস্থানের অষ্টম দিন সরকারি মৌনতা ভাঙতে আন্দোলনকারি চাকরিচ্যুতরা মুখে কালো ফিতে বেঁধে মৌন প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছে। দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত চলে এই মৌন প্রতিবাদ। দাবি পূরণ না হওয়া পর্যন্ত গণ অবস্থান থেকে সরছে না বলে সাফ জানিয়ে দিলেন জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০,৩২৩ সংগঠনের ডালিয়া দাস। তিনি আরো জানান, স্থায়ী সমাধানসহ মৃত চাকরিচ্যুত শিক্ষকদের পরিবারকে ডাই হারনেসের চাকরির লিখিত প্রতিশ্রুতি যতক্ষণ না পর্যন্ত দেওয়া হবে, ততক্ষণ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি।
নিজেদের দাবি আদায়ের স্বার্থে গণভবনের অষ্টম দিনে ও সরকারের মৌনতা না ভাঙায় 10323 জন মুভমেন্ট কমিটি মৌন প্রতিবাদ করল। তা দেখে দশম দিনে বৃহত্তর আন্দোলনের দিকে যাওয়ার ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে বলে ধারনা বুদ্ধিজীবী মহলের।
রাজ্য
সরকারের মৌনতা না ভাঙায় মৌন প্রতিবাদ করল ১০৩২৩ জয়েন্ট মুভমেন্ট কমিটি
- by janatar kalam
- 2020-12-14
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this