2025-02-27
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

শ্রমিকদের ক্রয় ক্ষমতা বাড়লে দেশের জিডিপির উন্নতি ঘটবেঃ- ভানুলাল সাহা

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- আজ থেকে আটত্রিশ বছর আগে দেশের ভুল কৃষি নীতির কারণে গ্রামীণ কৃষকদের ক্ষেতমজুর এ পরিণত হওয়ার যে ভয়াবহ চিত্র তার পরিপ্রেক্ষিতে 1982 সালের 11 নভেম্বর কৃষকদের স্বার্থে সারা ভারত কৃষক সভা প্রতিষ্ঠিত হয়েছিল। রাজ্যে মহামারীর পরিস্থিতির পূর্বে যে সমস্ত শ্রমিকরা কোন না কোন প্রতিষ্ঠানে কাজ করতো মহামারী পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে আজ তারা বিপন্ন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বলে সারা দেশের সাথে রাজ্যে যথাযথ মর্যাদায় পালিত হয় সারা ভারত কৃষক সভা প্রতিষ্ঠা দিবসে এখনই বক্তব্য রাখলেন সিপিআইএম বিধায়ক ভানু লাল সাহা। এদিন তিনি এই পরিস্থিতির নিরিখে যে সমস্ত শ্রমিকরা কর্মহীন অবস্থায় রয়েছেন তাদের পরিবার পিছু 10 কেজি চাল এবং সাড়ে সাত হাজার টাকা নগদ আর্থিক সাহায্যের দাবি রাখেন তাছাড়া এতে শ্রমিকদের ক্রয় ক্ষমতা বাড়বে এবং ক্রয় ক্ষমতা বাড়ার ফলে দেশের জিডিপি যে জায়গায় নিচের দিকে নামছে সেই জায়গায় উন্নয়নে সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি। দেশ ও রাজ্যের সরকার শ্রমিক কৃষকদের উন্নয়নের স্বার্থে নানা ধরনের পরিকল্পনা নিলেও এই মহামারী পরিস্থিতিতে তাদের জীবন-জীবিকা পরিচালনা করার জন্য কি পদক্ষেপ নেবে সেটাই এখন দেখার বিষয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service