2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পনের চাহিদা মেটাতে না পারায় গৃহবধুকে মেরে ঝুলিয়ে দিল শ্বশুর বাড়ির লোকজন

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- আবারও পনের জন্য গৃহবধূ মারধরের ঘটনা সামনে এল। ঘটনাটি চাম্পামুরা সুকান্ত পল্লী এলাকায়। গৃহবধূর নাম স্মৃতি দাস বয়স ২০। ঘটনার বিবরনে জানা যায় বিয়ের পর খুব সুখের ছিল গৃহবধূর সংসার কিন্তু বিয়ের কিছুদিন যাওয়ার পর থেকেই গৃহবধূর ওপর নানা ধরনের শারীরিক এবং মানসিক অত্যাচার শুরু করে দেয় শ্বশুর বাড়ির লোকজনেরা। গৃহবধুর বাপের বাড়ির লোকের অভিযোগ চাহিদামত পন না দিতে পারার ফলে এই এই হত্যাকান্ডের ঘটনা বলে। এখন গৃহবধূর পরিবারের লোকজন শ্বশুরবাড়ির লোকজনের যাতে উপযুক্ত শাস্তি হয় এটাই দাবী রাখেন প্রশাসনের কাছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service