জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- বাঙালী বার মাসে তেরো পার্বন আর এই উৎসবের মরশুমকে কেন্দ্র করে মেতে উঠে সমস্ত ধর্মাবলম্বীর লোকেরা। মা দশভুজার বিদায়ের পর আগমনী হচ্ছে ধনদেবী মা লক্ষীর, আর এই লক্ষী প্রতিমা তৈরীতে ব্যস্ত কুমুড় পাড়ার মৃৎ শিল্পীরা। এ বছর লক্ষী পূজাকে কেন্দ্র করে প্রতিমার চাহিদা বাজারে কিরকম সে বিষয়ে জিজ্ঞেস করা হলে শিল্পীরা জানান মুর্তি বানানোর সরঞ্জামের যে দাম সেই দাম মুর্তি বিক্রয় করে পাওয়া যায় না তাছাড়া বাজারের ব্যবসা বানিজ্য মন্দা বলে অভিমত ব্যক্ত করেন এরা। ধনদেবী মা লক্ষী পুজিত হন হিন্দু ধর্মের প্রত্যেকের ঘরে। অন্যান্য বছর শুধু সুখ শান্তি ও ধনলাভের আশায় মা লক্ষীকে স্মরন করা হলেও এবছর ধন প্রাপ্তির পাশাপাশি মহামারী করোনা ভাইরাসকে পরাস্ত করে সংসারে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার কামনা লাভে পুজিত হবেন মা লক্ষী বলে ধারনা অনেকের।
রাজ্য
ধনের দেবীর প্রতিমাকে ঘরে তোলতে ব্যস্ত গৃহস্থরা
- by janatar kalam
- 2020-10-28
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this