2025-02-26
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পরিকল্পিতভাবে এক যুবককে পিটিয়ে খুন

জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- পরিকল্পিত ভাবে খুন করা হয় এক ব্যক্তিকে। গুরুতর আহত তিন জন। ঘটনা, রবিবার রাত আনুমানিক নয়টায় উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র অধীন চন্দ্রপুর কলোনি এলাকায়। মৃত ব্যক্তির নাম রাকেশ শর্মা(28)। বাড়ি ইন্দিরা নগর এলাকায় । খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে ছুটে যান উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ ও রাধাকিশোরপুর থানার ওসি রাজীব দেবনাথ এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্ত মেঘলাল দাস,মিহির দাস এবং তাদের বাড়ির লোক সকলে পলাতক। পুলিশ সন্দেহ জনক ভাবে এই ঘটনার সাথে জড়িত 2 জনকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।ঘটনার বিবরণে জানা যায়, শনিবারের কোনও একটি ঘটনাকে কেন্দ্র করে এর সমাধান করা হবে বলে রবিবার রাতে পরিকল্পিত ভাবে অভিযুক্ত মেঘলাল দাস এবং উনার ছেলে মিহির দাস উনাদের বাড়িতে ডেকে নিয়ে যায় রাকেশ শর্মা, দীপঙ্কর শর্মা, সুশাঙ্ক শর্মা এবং বিশাল শর্মা কে বাড়িতে নিয়ে গিয়ে বেশ কয়েকজন সহ মুখে কালো কাপড় বেধে উনাদের বেধরক মারধর করে। বেধরক মারধরের ফলে রাকেশ শর্মার মৃত্যু হয় এবং বাকীরা ৩ জন আহত হয়েছে। এমনটাই অভিযোগ মৃত রাকেশ শর্মার কাকা শশাঙ্ক শর্মার। এদিকে ঘটনার খবর পেয়ে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ এর নেতৃত্বে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে সন্দেহ জনক ভাবে বাবুল দাস এবং ভূবন দাসকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে মৃত ব্যক্তির ময়নাতদন্ত করে পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service