2025-02-27
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

মেডিক্যাল কলেজের অতিরিক্ত ফী প্রত্যাহারের দাবীতে মেডিক্যাল এডুকেশনের আধিকারিকের দ্বারস্থ হন এন এস ইউ আই

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- ত্রিপুরা মেডিকেল কলেজে মেডিকেল পড়ার ফি লাফিয়ে বাড়ছে। ২০১৭ সালে মেডিকেল পড়া জন্য ছাত্র-ছাত্রীদের বহন করতে হতো ২১ লক্ষ টাকা। ২০১৮ সালে বহন করতে হয় ১৯ লক্ষ টাকা এবং ২০২০ সালে মেডিকেল পড়ার ফ্রী ধার্য করা হয়েছে ৫৪ লক্ষ টাকা। তাই অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে শনিবার এন এস ইউ আই রাজ্য কমিটির পক্ষ থেকে মেডিকেল এডুকেশনের আধিকারিক চিন্ময় বিশ্বাসের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এন এস ইউ আই রাজ্য সহ-সভাপতি সম্রাট রায়, সাধারণ সম্পাদক পাপ্পু সাহা, রাহুল আচার্য। পরে প্রতিনিধিদল জানায়, মেডিকেল এডুকেশনের আধিকারিক তাদের আশ্বাস দিয়ে জানিয়েছেন বিষয়টি মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর গোচরে নেওয়া হবে। আর যদি অতিরিক্ত ফি প্রত্যাহার করা না হয় তাহলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান প্রতিনিধি দল।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service