2025-02-28
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

খাঁচা বন্ধি বানর ও তোতাপাখি উদ্ধার করলো বনদপ্তরের পুলিশ কর্মী

জনতার কলম, ত্রিপুরা, তেলিয়ামুড়া প্রতিনিধি :-
বাংলায় একটা প্রবাদ আছে——
“বন্যেরা বনে সুন্দর –
আর শিশুরা মাতৃকোলে” !!!
কিন্তু সেই বন্যেরা যদি কখনো কখনো আবার গৃহ ও খাঁচা বন্দী হয়ে যায় তবে কতটুকুই যে সৌন্দর্যের মাহাত্ম্য বজায় থাকবে সেটা আর বলার অপেক্ষা রাখে না ! ভারতবর্ষের মধ্যে “বন আইন” অনুযায়ী কোন পশু অথবা পাখিকে বাড়িঘরে খাঁচা বন্দি করে রাখা যায় না । সেটা বরাবরই “বন আইন” অনুযায়ী দন্ডনীয় অপরাধ । কিন্তু এর ঠিক বিপরীতমুখী ছবি ফুটে উঠলো তেলিয়ামুড়া থানাধীন নেতাজীনগর এলাকায় । আজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২ টা নাগাদ একটি বানর ও একটি তোতাপাখি-কে খাঁচা বন্দি অবস্থায় নেতাজীনগরের একটি বাড়ি থেকে উদ্ধার করল তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা । তৎসঙ্গে এই দুইটি প্রাণীকে দীর্ঘদিন ধরে খাঁচা বন্দি করে বাড়িতে রাখার অপরাধে তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা এক যুবককে গ্রেপ্তারও করে । ঘটনার বিবরণে জানা যায় যে,‌ তেলিয়ামুড়া বনদপ্তর-র রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ এর নেতৃত্বে তেলিয়ামুড়া বনকর্মীর একটি প্রতিনিধি দল গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার আনুমানিক দুপুর ২ টা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন নেতাজীনগর এলাকার বিশ্বজিৎ দেবনাথের বাড়িতে আচমকা হানাদারি চালায় । তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীদের আজকের এই অভিযানে নেতাজীনগরের স্থানীয় বিশ্বজিৎ দেবনাথের বাড়ি থেকে খাঁচা বন্দি অবস্থায় একটি বানর ও একটি তোতা পাখি উদ্ধার করা হয় । সূত্রে জানা যায়, নেতাজীনগরের স্থায়ী বাসিন্দা বিশ্বজিৎ দেবনাথের ছেলে বীরদেন্দু দেবনাথ “বানর-তোতা” এই দুটি প্রাণীকে খাঁচা বন্দি করে বাড়িতে রেখেছিল দীর্ঘদিন ধরে । আজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২ টা নাগাদ গোপন সূত্রের খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া বন-দপ্তরের কর্মীরা নেতাজীনগরের স্থায়ী বাসিন্দা বিশ্বজিৎ দেবনাথের বাড়িতে হানা-দারি চালিয়ে “বানর-তোতা” প্রাণী দুইটিকে নেতাজীনগরের বিশ্বজিৎ দেবনাথের বাড়ি থেকে তুলে এনে তেলিয়ামুড়ার বনদপ্তরের অফিসে নিয়ে যায় । কিন্তু এখানেই শেষ নয়, “বানর-তোতা” দুইটি প্রানীকে দীর্ঘদিন ধরে নেতাজীনগরের বাড়িতে খাঁচা বন্দি করে রাখার অপরাধে তৎসঙ্গে তেলিয়ামুড়ার বন দপ্তরের কর্মীরা গ্রেপ্তার করে নেতাজীনগরের বাসিন্দা বিশ্বজিৎ দেবনাথের ছেলে বীরদেন্দু দেবনাথ-কে । উল্লেখ্য, তেলিয়ামুড়া বন দপ্তরের রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজ প্রতিক্রিয়ায় জানায় যে— “বন্য আইন” অনুযায়ী এই অপরাধ যুক্ত কাজের সঙ্গে লিপ্ত থাকার অভিযোগে আটককৃত বীরদেন্দু দেবনাথ নামক যুবকের বিরুদ্ধে অতি শীঘ্রই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বন-দপ্তর” ।

উল্লেখ্য যদিও, তেলিয়ামুড়ার বিভিন্ন জায়গায় এই ধরনের “তোতাপাখি” বিভিন্ন বাড়িতে গোপনভাবে বরাবরের মতোই পালন করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে খোলামেলা ভাবে বিক্রিও করা হচ্ছে ! এখন এদের বিরুদ্ধেই বা কী ব্যবস্থা গ্রহণ করবে বনদপ্তর সেই নিয়ে রীতিমতো প্রশ্ন দেখা দিয়েছে জনমনে ???

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service