2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

আজ থেকে শুরু হল এসপিও নিয়োগ প্রক্রিয়া

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- শুরু হলো এসপিও নিয়োগে আবেদনপত্র জমা রাখার প্রক্রিয়া, শহর আগরতলা সহ অন্যান্য থানাগুলোতে বিগত কয়েক মাস ধরে চলছে এই প্রক্রিয়া, কে পাবে কে পাবে না এ নিয়ে রয়েছে প্রশ্ন আবেদনপত্র জমা দেওয়া যুবক-যুবতীদের মধ্যে। রাজ্যে বিজিপি আইপিএফটি জোট সরকার গঠিত হওয়ার পূর্বে বেকারদের কর্মসংস্থান নিয়ে ভিশন ডকুমেন্ট যে প্রতিশ্রুতি দিয়েছিল সরকার গঠনের আড়াই বছর পরে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে বলে ধারণা বেকারদের মধ্যে। রাজ্যের সমস্ত যুব সম্প্রদায় মিলে পঁচিশ বছরের বাম শাসিত সরকার কে উখরে ফেলেছিল কিছুটা সুযোগ-সুবিধা পাওয়ার আশায় নতুন সরকার গঠনের আড়াই বছর পরে তার কিছুটা আচ পাওয়া গেল। তারই পরিপ্রেক্ষিতে আজ থেকে রাজ্যের পশ্চিম থানায় শুরু হলো এসপিও নিয়োগ প্রক্রিয়ায় যুবক-যুবতীদের উচ্চতা মাপার প্রক্রিয়া। এদিনের এই প্রক্রিয়াটিকে ঘিরে যুবক-যুবতীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় তাছাড়া তাদের মধ্যে যারা স্বেচ্ছাসেবী সংস্থার ভলান্টিয়ার রয়েছে তারা এসপিওতপ নিয়োগের মাধ্যমে প্রশাসনের দায়িত্ব পালনের ইচ্ছা প্রকাশ করেছেন। রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থায় পদক্ষেপ নেওয়া শুরু করেছেন বলে ধারণা করা হচ্ছে কিন্তু এই নিয়োগের ফলে কতজন বেকার যুবক-যুবতী সেই কর্মসংস্থানে সুযোগ পাবে সেটাই এখন দেখার।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service