জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার একমাত্র রাজ্যসভার আসন থেকে জয়ী হওয়া রাজীব ভট্টাচার্য শপথ নিলেন মঙ্গলবার। এদিন সংসদ ভবনে শপথ গ্রহণ করেন রাজীব ভট্টাচার্য। উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখর শপথ বাক্য পাঠ করান ত্রিপুরার একমাত্র রাজ্যসভার আসন থেকে জয়ী রাজীব ভট্টাচার্যকে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ জেপি নাড্ডা।
শপথ নিয়ে রাজীব বাবু বলেন আগামীদিনে রাজ্যসভায় ত্রিপুরাবাসীর হয়ে মোদীজির বিকশিত ভারত-বিকশিত ত্রিপুরা নির্মাণের সংকল্পে অঙ্গীকার নিয়ে কাজ করে যাবেন। উল্লেখ্য রাজ্যের রাজ্যসভার একমাত্র আসনের সাংসদ ছিলেন বিপ্লব কুমার দেব। কিন্তু লোকসভায় পশ্চিম আসন থেকে জয়ী হওয়ায় তিনি ইস্তফা দিয়েছিলেন রাজ্যসভা থেকে। এই শূন্য আসনে সম্প্রতি ভোট হয়। জয়ী হন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।
Leave feedback about this