2025-01-11
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

মহাত্মা গান্ধীর স্বপ্ন স্বচ্ছ ভারত বাস্তবায়ন করার জন্য দেশের প্রধানমন্ত্রী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন : প্রনজিৎ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশের যুবকরা নিয়েছে শপথ, নিজের শহরকে সচ্ছ রাখতে হবে। এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আগরতলা পুর রনিগমের উদ্যোগে অনুষ্ঠিত হল যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে স্বচ্ছতা সচেতনতা পদযাত্রা। রবিবার সকালে আগরতলা উমাকান্ত একাডেমী প্রাঙ্গণে এই পদযাত্রার সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ সব কয়টি ওয়ার্ডের কর্পোরেটররা। যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে আয়োজিত এই স্বচ্ছতা সচেতনতা পদযাত্রাটি উমাকান্ত একাডেমী থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উজ্জয়ন্ত প্রাসাদের প্রাঙ্গনে গিয়ে সমাপ্ত হয়। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বলেন, জাতির জনক মহাত্মা গান্ধীর স্বপ্ন ছিল ভারতকে স্বচ্ছ ভারত হিসেবে গড়ে তোলা। গান্ধীজীর এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই কাজ ইতিমধ্যেই অনেকটা করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী চাইছেন স্বচ্ছতার মাধ্যমে এই কাজ জারি রাখতে।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service