জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশের যুবকরা নিয়েছে শপথ, নিজের শহরকে সচ্ছ রাখতে হবে। এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আগরতলা পুর রনিগমের উদ্যোগে অনুষ্ঠিত হল যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে স্বচ্ছতা সচেতনতা পদযাত্রা। রবিবার সকালে আগরতলা উমাকান্ত একাডেমী প্রাঙ্গণে এই পদযাত্রার সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ সব কয়টি ওয়ার্ডের কর্পোরেটররা। যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে আয়োজিত এই স্বচ্ছতা সচেতনতা পদযাত্রাটি উমাকান্ত একাডেমী থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উজ্জয়ন্ত প্রাসাদের প্রাঙ্গনে গিয়ে সমাপ্ত হয়।