জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চাঞ্চল্যকর ভিকি খুনকাণ্ডে গ্রেপ্তার ঊষাবাজার ভারতরত্ন সংঘের প্রাক্তন সম্পাদক প্রদ্যোত ধর চৌধুরীর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ । মঙ্গলবার ম্যাজিস্ট্রেট সঙ্গে নিয়ে পুলিশ তল্লাশি চালিয়েছে। একই সঙ্গে এদিন তল্লাশি চালানো হয় ঊষাবাজার এলাকার বাসিন্দা সুকান্ত গুপ্তের বাড়িতেও। দুই বাড়িতে দীর্ঘ সময় পুলিশ তল্লাশি চালায়।
বিভিন্ন তথ্য তারা সংগ্রহের চেষ্টা করে।তবে এদিনের অভিযান নিয়ে পুলিশ কিছু বলতে চায়নি। এদিনের অভিযানের নেতৃত্বে ছিলেন এসডিপিও এনসিসি সুব্রত বর্মণ,এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল। ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি হত্যা কাণ্ডে এখন পর্যন্ত পুলিশ এক যুবতী সহ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের রিমান্ডে এনে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
Leave feedback about this